ব্লাড ক্লটের জন্য মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। এদিন নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে তাঁর ব্রেন সার্জারি হয়। তারপরই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে প্রণব মুখোপাধ্যায়কে। তবে অস্ত্রোপচার সফল হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। কিন্তু শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক। ৯৬ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। সারা দেশ মানুষ তাঁর দ্রুত আরোগ্যকামনা করেছে।
উল্লেখ্য, ৮৪ বছর বয়স হয়েছে প্রণব মুখোপাধ্যায়ের। সোমবার নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান তিনি। টুইটে লেখেন, অন্য একটি দরকারে হাসপাতালে গিয়েছিলেন। তখনই তাঁর করোনা পরীক্ষা হয়। তাতে দেখা যায় তিনি কোভিড পজিটিভ। নিজে করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে গত এক সপ্তাহে যে বা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, সবাইকে সেল্ফ আইসোলেশনে চলে যেতে পরামর্শ দেন।
সমাজের নানা স্তরের ব্যক্তিত্ব প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার খবর নেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং হাসপাতালে গিয়েছে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ ছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রমুখ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
হাসপাতাল সূত্রে খবর, দুপুরে তাঁকে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মস্তিষ্কে এক জায়গায় রক্ত জমাট বেঁধে ছিল। সোমবার রাতেই তাঁর ব্রেন সার্জারি হয়। অস্ত্রোপচার করে সেই জমাট বাঁধা রক্ত বের করে দেওয়া হয়। কিন্তু শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় তারপরই তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
