দেশ লিড নিউজ

গভীর কোমায় আছন্ন প্রাক্তন রাষ্ট্রপতি

প্রাক্তন রাষ্ট্রপতি খাদ্যরসিক বলেও খ্যাতি রয়েছে। হবে নাই বা কেন?‌ তিনি তো বাঙালি। বাঙালিরা খাদ্যরসিক, আর না হয় ভ্রমণপিপাসু। একটা কোনও গুণ তো থাকবেই। আর তা রয়েছে স্বয়ং বাঙালি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। তাই তো অসুস্থ হওয়ার সপ্তাহখানেক আগে ছেলে অভিজিতের কাছে আবদার করেছিলেন ‘‌আমার জন্য গ্রাম থেকে একটা কাঁঠাল নিয়ে আসিস।’‌ অভিজিৎ মুখোপাধ্যায় তখন কলকাতায়। তিনি আবার গ্রামের বাড়িতে গিয়ে কাঁঠাল নিয়ে বাবার কাছে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু এখন গভীর কোমায় আছন্ন রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শুক্রবার সকালে তাঁর অবস্থার আর কোনও পরিবর্তন হয়নি।
এক কোয়া কাঁঠাল খেয়ে হাসি ফুটেছিল ভারতীয় রাজনীতির চাণক্যের মুখে। অভিজিতের কথায়, ‘‌আমি ২৫ কেজির কাঁঠাল নিয়ে দিল্লি গিয়েছিলাম। বাবা এক টুকরোই খেয়েছিল। বাবার তো ডায়াবেটিস আছে। তখন অবশ্য বাবা অসুস্থ ছিল না। তার সপ্তাহখানেক পরই বাবা অসুস্থ হয়।’‌ শুক্রবার হাসপাতাল সূত্রে খবর, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অপরিবর্তিত। বিভিন্ন প্যারামিটার স্থিতিশীল থাকলেও তিনি গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন। তাঁকে ভেন্টিলেটর সহায়তায় রাখা হয়েছে।
প্রণববাবু প্রতিরক্ষা মন্ত্রী থাকার সময় থেকেই তাঁর শারীরিক অবস্থা দেখভাল করেন সেনার চিকিৎসকরা। দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে তাঁর যে কোনও শারীরিক সমস্যার চিকিৎসা হয়। উল্লেখ্য, গত রবিবার রাতে দিল্লির বাসভবনে বাখরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান প্রাক্তন রাষ্ট্রপতি। সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পরেই তাঁর মাথায় অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। অস্ত্রোপচারের আগে প্রোটোকল অনুযায়ী তাঁর করোনা পরীক্ষা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে।