করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেই কথা নিজেই টুইট করে জানিয়েছেন তিনি। তাঁর বয়স হয়েছে ৮৪ বছর। ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। বর্ষীয়ান এই কংগ্রেস নেতা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা তাঁর খোঁজখবর নিয়েছেন বলে জানা গিয়েছে।
তিনি টুইট করে লিখেছেন, অন্য একটি দরকারে হাসপাতালে গিয়েছিলেন। তখনই তাঁর করোনা পরীক্ষা হয়। তাতে দেখা যায় তিনি কোভিড পজিটিভ। করোনায় আক্রান্ত তিনি। নিজে করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে গত এক সপ্তাহে যে বা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, সবাইকে সাবধান হতে বলেছেন। এমনকী উপযুক্ত পদক্ষেপ করার জন্য অনুরোধ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। সবাই যাতে সেল্ফ আইসোলেশনে চলে যায় ও নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেয় সেই অনুরোধ করেছেন তিনি।
উল্লেখ্য, কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সিপিএমের বর্ষীয়ান পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। ডাঃ ফুয়াদ হালিম সুস্থ হয়ে উঠলেও প্রয়াত হয়েছেন শ্যামল চক্রবর্তী। এছাড়াও আক্রান্ত হয়েছে আরও বহু রাজনীতিবিদ। তার মধ্যে প্রণব মুখোপাধ্যায়ের করোনা আক্রান্তের খবর সামনে আসতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন কংগ্রেস নেতারা। টুইট করে প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন দিল্লি কংগ্রেসের প্রাক্তন সভাপতি অজয় মাকেন সহ অন্যান্য নেতারা।
