করোনা সংক্রমণে আক্রান্ত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তাঁর কোভিড–১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। বুধবার টুইট করে এই কথা জানিয়েছেন তিনি। তবে তিনি উপসর্গহীন।বাড়িতেই আইসোলেশনে আছেন সাওয়ান্ত।
এদিন টুইটে তিনি লেখেন, সবাইকে জানাতে চাই যে, আমি এখন কোভিড পজিটিভ। আমি উপসর্গহীন আর তাই বাড়িতেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি। বাড়িতে থেকেই সরকারের যাবতীয় কাজকর্ম করব। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁরা প্রয়োজনীয় সুরক্ষা নিন।
জানা গিয়েছে, মঙ্গলবারই তিনি গোয়ার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে। কথা বলেন কোভিড কেয়ার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জদের সঙ্গে। তার আগের দিন তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিত্ রাণে, রাজস্ব মন্ত্রী এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকের ছবি ট্যুইট করেছিলেন। তবে কার থেকে তিনি সংক্রমিত হয়েছেন তার খোঁজ চলছে।
উল্লেখ্য, জুলাই মাসের শেষ সপ্তাহ থেকেই দেশের বিভিন্ন প্রান্তের একের পর এক মুখ্যমন্ত্রী কোভিডে আক্রান্ত হয়েছেন। শুরু হয়েছিল শিবরাজ সিং চৌহানকে দিয়ে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পরে কোভিডে আক্রান্ত হন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পা। সেই তালিকাতেই নতুন সংযোজন প্রমোদ।
দেশে করোনাভাইরাসে সংক্রমণের গ্রাফ একদিন কিছুটা নামার পরই ফের চড়েছে। টানা কয়েকদিন একদিনে সংক্রমণের সংখ্যা ছিল ৭৫ হাজারের উপরে। তা প্রায় ৭৯ হাজারের কাছাকাছিও চলে যায়। গোয়ায় কোভিড আক্রান্তের সংখ্যা এখন ১৮,০০৬।