দেশ ব্রেকিং নিউজ

বিমানবন্দরে ধর্ণায় মোদী

সম্মেলনে শামিল হতে গিয়েছিলেন। লখনউ বিমানবন্দরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদীর অনুগামীদের ভিড় দেখে হিমশিম খায় পুলিশ। তখন গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে। এই দেখে বেজায় চটে যান প্রহ্লাদ মোদী। তৎক্ষনাৎ চেয়ার নিয়ে বিমানবন্দরের গেটের সামনেই ধর্নায় বসেন তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে জলখাবার দিলেও তা তিনি মুখে তোলেননি। তিনি জানান, অনুগামীরা জেলে। তিনি বাইরে ঘুরছেন, এটা ভাল দেখায় না।
এই নিয়ে প্রহ্লাদ মোদী বলেন, ‘‌আমার প্রয়াগ্রাহ যাওয়ার কথা ছিল। কিন্তু অনুগামীরা জেলে আর আমি বাইরে ঘুরব, এটা হয় না। আমাকে জল ও খবর দেওয়া হয়েছে। কিন্তু এখান থেকে আমি নড়ব না। পুলিশকে জিজ্ঞেস করলে তারা জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে এই কাজ করা হয়েছে। তবে সেরকম কোনও লিখিত নির্দেশের কপি প্রশাসন না পুলিশ দেখাতে পারেনি।’‌
তাঁর অভিযোগ, হয় প্রধানমন্ত্রীর দপ্তরকে বদনাম করার চেষ্টা করছে পুলিশ, আর না হয় তাদের কাছে কোনও নির্দেশই আসেনি। পুলিশ সূত্রে খবর, লখনউ বিমানবন্দরে হাই সিকিউরিটি এলাকায় ঢুকে পড়া ও ১৪৪ ধরা ভঙ্গ করার অভিযোগে প্রহ্লাদ মোদীর সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে। তবে দেড় ঘণ্টা বাদে ধর্ণা প্রত্যাহার করেন তিনি।
বিমানবন%E