চন্দ্রযান ৩ মিশনে চাঁদের মাটিতে সফল অবতরণের পর কেটে গিয়েছে সপ্তাহকাল। কিন্তু চাঁদের মাটি থেকে বিক্রমের কোনও ছবি আসেনি। প্রজ্ঞান রোভারের নানা ছবি এসেছে, কিন্তু বিক্রম ছিল আড়ালে। চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডারের প্রথম ছবি তুলল রোভার প্রজ্ঞান। চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞান তার নেভিগেশন ক্যামেরা ব্যবহার করে বিক্রমের ছবি তুলেছে।
বিক্রম ল্যান্ডারের প্রথম নিয়ে উৎসাহের শেষ নেই। চাঁদে অবতরণের পর বিক্রম কেমন অবস্থায় আছে তা দেখা যায়নি।ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো রোভার প্রজ্ঞানের তোলা সেই ছবি সোশ্যাল মিডিয়ার এক্স প্লাটফর্মে প্রকাশ করেছে। টুইটারে ছবিটি শেয়ার করে ইসরো এটিকে চন্দ্রযান ৩ মিশনের চিত্র বলে অভিহিত করেছে।
ISRO জানিয়েছে, কোনও বিপত্তি ছাড়াই চাঁদের মাটিতে বহাল তবিয়তে রয়েছে চন্দ্রযান ৩-এর রোভার এবং ল্যান্ডার। ইতিমধ্যেই অক্সিজেনের হদিশ পেয়ে যুগান্তকারী আবিষ্কার করে ফেলেছে চন্দ্রযান-৩। সন্ধান মিলেছে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন ও সালফারের। এই মুহূর্তে হাইড্রোজেনের সন্ধান চালাচ্ছেন সে। আর এই গ্যাসের হদিশ মিললেই কেল্লাফতে। চাঁদে জলের অস্তিত্বের সন্ধান পেতে মরিয়া রয়েছে ইসরো। ভবিষ্যতে কোনওভাবেই পৃথিবীর এই উপগ্রহতে বিকল্প বসতি গড়ে তোলা যায় কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতেই নানা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।