প্রয়াত ‘পরিণীতা’ ছবির পরিচালক প্রদীপ সরকার। শুক্রবার মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। টুইটারে প্রদীপ সরকারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পরিচালক হনসল মেহতা, মনোজ বাজপেয়ীর মতো অভিনেতারা।
শুক্রবার সকালে এই খবর সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন পরিচালক হনসল মেহতা। পরিণীতার পরিচালক সম্প্রতি বাংলার বিনোদিনী দাসীকে বলিউডে তুলে ধরার তোড়জোড়ো করছিলেন। মুখ্য ভূমিকায় বেছে নিয়েছিলেন কঙ্গনা রানাউতকে। অসময়ে চলে যাওয়ায় হিন্দি ছায়াছবিতে ‘বিনোদিনী’ অধরাই থাকলেন।
শুক্রবার সকালে টুইটারে হংসল প্রদীপের একটি ছবি ভাগ করে নেন। লেখেন, “প্রদীপ সরকার। দাদা। আরআইপি।” সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে দুঃসংবাদ। বলিউড আরও একবার শোকে স্তব্ধ। হংসলের টুইট ভাগ করে নেন অভিনেতা মনোজ বাজপেয়ী।
বড় পর্দায় পরিচালক হিসেবে প্রদীপ সরকার পা রাখেন ২০০৫-এ। তাঁর প্রথম ছবি ‘পরিণীতা’ ব্লকবাস্টার। তাঁর ঝুলিতে তিনি ‘লাগা চুনরি মে দাগ’ (২০০৭), ‘লাফাঙ্গে পরিন্দে’ (২০১০), ‘মর্দানি’ (২০১৪) এবং ‘হেলিকপ্টার ইলা’ (২০১৮) পরিচালনা করেন। ‘কোল্ড লস্যি ঔর চিকেন মাসালা’ (২০১৯), ‘অ্যারেঞ্জড ম্যারেজ অ্যান্ড ফরবিডেন লাভ’ (২০২০) এবং ‘দুরঙ্গা’ (২০২২)-এর মতো বেশ কয়েকটি ওয়েব সিরিজও পরিচালনা করেছেন।