জেলা ব্রেকিং নিউজ

ফের অশোকনগর কল্যাণগড়ের পুর প্রধান প্রবোধ সরকার

জল্পনার অবসান ঘটিয়ে ফের একবার অশোকনগর কল্যাণগড় পুরসভার পুর প্রধান হলেন প্রবোধ সরকার। পুর নির্বাচনের পরেই পুর প্রধান পদের জন্য হিমশিম খেতে হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের। পুর প্রধান নিযুক্ত করা নিয়েও একাধিক নাম শোনা যায় বিভিন্ন পুরসভায়। অশোকনগর কল্যাণগড় পুরসভাতেও পুর প্রধান পদের জন্য একাধিক দাবিদার ছিলেন। পুর প্রধান হওয়ার দৌড়ে অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে পুর প্রধানের শপথ গ্রহণ করেন প্রবোধ সরকার। ভাইস চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেন প্রাক্তন বিধায়ক তথা সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধীমান রায়।

জেলার অন্যান্য মিউনিসিপ্যালটির পুরপ্রধানদের নাম ঘোষণা করা হলেও এই দুটি নিয়ে বেশ ঝামেলায় পরে দল। হাবরায় নারায়ণ চন্দ্র সাহার নাম প্রস্তাব হলেও প্রাক্তন পুরপ্রধান ও বিধায়ক তপতি দত্তের নাম ও শোনা যাচ্ছিল। কারণ তিনি বয়সে প্রবীণ এবং জনসাধারণের কাছে তার স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। পাশাপাশি তেমনি অশোকনগরে প্রবোধ সরকার যেমন দাবিদার ছিলেন তেমনি দাবিদার ছিলেন আগের বিধায়ক ধীমান রায়। রাজনৈতিক মহলের একাংশ মনে করেছিলেন, এবার বিধানসভা ভোটে টিকিট না পাওয়ায় ধীমান রায়কে দল পুরপ্রধান করে কিছুটা সম্মান জানাবে। কিন্তু আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গেল তাকে উপ পুর প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে।