বিনোদন ব্রেকিং নিউজ রাজ্য

বাড়ছে করোনার দাপট, স্থগিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

রাজ্য জুড়ে করোনার দাপটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে রয়েছে ওমিক্রনের আতঙ্ক। ক্রমশ বাড়ছে দৈনিক সংক্রমণের সংখ্যা। গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে মারণ ভাইরাস। যে কোনো জায়গায় এই ভাইরাসের অবাধ বিচরণ। যে কোনো সময় যে কোনো জায়গায় অসতর্কের মুহূর্তে আক্রান্ত হতে পারেন মানুষ। এর মধ্যেই টলিউডে আরও জাঁকিয়ে বসেছে করোনা ।  ফলে স্থগিত করা হল এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ এই সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।

ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের একাধিক অভিনেতা। পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী, রুদ্রনীল ঘোষ,দেব, রুক্মিণী-সহ একাধিক অভিনেতা। প্রত্যেকেই নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করে নিজেরাই জানিয়েছেন তাদের করোনা পজিটিভ হওয়ার কথা। পাশাপাশি উৎসব কমিটিতেও থাবা বসিয়েছে করোনা। এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আপাতত বাতিল করা হল বলে জানিয়েছে কমিটি।

আগামী ৭ তারিখ থেকে তা শুরু হওয়ার কথা ছিল। ১৪ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী চলার কথা ছিল এই অনুষ্ঠান। করোনার কারণে প্রথমে ভার্চুয়ালি উদ্বোধন করা হবে এমনটা ঠিক করা হয়। কিন্তু শেষ পর্যন্ত কমিটি সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাতিল করার।

রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধের মধ্যেও নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এমনটাই ঘোষণা করা হয়েছিল মঙ্গলবার। ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া ছিল। এই ভয়াবহ পরিস্থিতিতে এই উৎসব করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু সব প্রশ্নের অবসান ঘটিয়ে শেষমেষ উৎসব বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল।