জেলা ব্রেকিং নিউজ

মহিলাদের কটুক্তি করে পোস্টার

অশোকনগর থানার অন্তর্গত অশোকনগর কল্যাণগড় পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের একাধিক বাড়িতে মহিলাদের কটূক্তি করে দিনের পর দিন রাতের অন্ধকারে মারা হচ্ছে  পোস্টার। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

পহেলা বৈশাখের দিন প্রথম একটি বাড়িতে দেখা গিয়েছিল সকালবেলা ঘরের দরজার পাশে মারা হয়েছে পোস্টার। ঠিক তার পরেই আজ বাইশে এপ্রিল শুক্রবার দেখা গেল আরেকটি বাড়ির দরজার পাশে মারা হয়েছে পোস্টার। কে বা কারা রাতের অন্ধকারে পোস্টার মেরেছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সকালবেলা পোস্টার দেখে আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির সদস্যরা খবর দেন অশোকনগর থানায়। অশোকনগর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। কে বা কারা রাতের অন্ধকারে একই ধরনের কার্যকলাপ করছে তা নিয়ে তদন্তে শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।