জেলা ব্রেকিং নিউজ

সারমেয়র গলায় সিবিআই লেখা পোস্টার

ইডি ও সিবিআই এর হাতে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা মন্ত্রী গ্রেপ্তার । উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য ।

সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার স্ক্যানারে রয়েছে আরও অসংখ্য নেতা মন্ত্রী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর ইশারায় কাজ করছে। এই অভিযোগ তুলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন ইস্ট ওয়েস্ট বাইবাসে বিক্ষোভ দেখানো হয় শনিবার ।

এদিন একটি সারমেয়র গলায় ইডি এবং সিবিআই লেখা পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, তারা মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেদ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পোষ্য। সেই মতো তারা অমিত শাহ র ইশারায় কাজ করছে। আদালতের নির্দেশে তদন্ত হলেও বিজেপি রাজনৈতিকভাবে এই তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের ।

তাদের আরও বক্তব্য, বিজেপির প্ররোচনায় ইডি ও সিবিআই সারা বাংলা জুড়ে যে ভাবে দালালি করছে তার প্রতিবাদে তারা পথে নেমেছেন। এদিন বিক্ষোভ চলাকালীন অমিত শাহের কুশপুত্তলিকাও দাহ করে বিক্ষোভকারীরা।