তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানের খোঁজ নেই। তাই সন্ধান চেয়ে সাংসদের নামে পোস্টার পড়ল বসিরহাটে। যদিও এই সাংসদ তারকা সোশ্যাল মিডিয়ায় বহাল তবিয়তে সক্রিয় রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নানান রকম ছবিও পোস্ট করেন তিনি। তবে বসিরহাটের সাংসদকে বসিরহাটে দেখতে পাওয়া যায় না।
উত্তর ২৪ পরগণার হাড়োয়া বিধানসভা এলাকার চাঁপাতলা পঞ্চায়েত এলাকায় সোমবার পোস্টার পড়েছে সাংসদ অভিনেত্রী নুসরতের নামে। সেই পোস্টার গুলিতে লেখা রয়েছে ‘বসিরহাটের সাংসদ নুসরত জাহান নিখোঁজ। সন্ধান চাই।’, ‘সাধারণ জনগণ’, আবার কোনো পোস্টারের নীচে লেখা ‘প্রতারিত জনগণ’। যদিও এই পোস্টার বিতর্ক নিয়ে এখনও নুসরতকে মুখ করতে দেখা যায়নি।
পোস্টার বিতর্ক নিয়ে চাঁপাতলা পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরীর দাবি, এর আগে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত যিনি সাংসদ ছিলেন তাঁকে এলাকাবাসীন আপদে বিপদে পাওয়া যেত। কিন্তু বর্তমান সাংসদ নুসরত জাহানকে পাওয়াই যায় না। সেই ক্ষোভ থেকেই হয়তো এলাকার মানুষই পোস্টারগুলি দিয়েছে। তবে সেইসব পোস্টার তিনি ছিঁড়ে ফেলা হয়েছে বলেও তিনি জানান।
বিরোধীরা কটাক্ষ করে বলেছেন, নুসরত টিকটক আর ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত। সাংসদের দায়িত্ব পালন করেন না অভিনেত্রী। অতি মারির সময়কালেও এলাকার মানুষদের পাশে দাঁড়াতে দেখা যায়নি এই সাংসদকে। এমনকি আমফানেও দেখা মেলেনি তার। তাই এই তৃণমূল সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা।