রাজ্য

পাঁচ বছরের দগদগে স্মৃতি মুছতে ভাঙা হচ্ছে পোস্তা ফ্লাইওভার

২০১৬ সালের ৩১ মার্চ, বেলা সাড়ে ১২টা নাগাদ হুড়মুড় করেi ভেঙে পড়ে পোস্তা ফ্লাইওভার। যার ভালো নাম বিবেকানন্দ ব্রিজ। এরপরের পাঁচ বছর শহরের বুকে দগদগে ঘা হয়েই রয়ে গিয়েছিল পোস্তা ফ্লাইওভার। সেদিনের ঘটনায় প্রাণ গিয়েছিল ২৭ জনের। অবশেষে পোস্তা ফ্লাইওভার ভেঙে ফেলার কাজ শুরু হল।


হাওড়ার দিক থেকে আসতে ৩৯ নম্বর পিলার থেকে গিরিশ পার্কের দিকে ৪১ নম্বর পিলারের মাঝের অংশ ওই দিন ভেঙে পড়েছিল। মাঝের ৪০ নম্বর পিলারের অর্ধেকটা অংশ এখনও রয়েছে সেদিনের স্মৃতি বহন করে। পোস্তা উড়ালপুর যাতে আর কোনও দিন কারও উপর ভেঙে পড়তে না পারে সে জন্য মঙ্গলবার থেকে এই নির্মাণ সম্পূর্ণ ভেঙে ফেলার কাজ শুরু করা হল। যদিও উড়ালপুলের বাকি অংশও ভেঙে ফেলার সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছিল KMDA। এবার কাজ শুরু করা হল। এর জেরে পোস্তা এলাকায় যান চলাচল প্রায় বন্ধ।ঘুরিয়ে দেওয়া হচ্ছে সমস্ত গাড়ি।