RG Kar হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য সহ গোটা দেশ। এরই মাঝে এক কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ উত্তরবঙ্গের বানারহাটে। নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল পোস্ট-অফিসের এক কর্মীর বিরুদ্ধে। বানারহাট থানায় যৌন নিগ্রহের অভিযোগে আটক হয়েছে অভিযুক্ত।
জানা গেছে, মঙ্গলবার সকালে বানারহাট থানা এলাকার হৃদয়পূর থেকে সাইকেলে চেপে স্কুলে যাচ্ছিল নবম শ্রেণীর এক কিশোরী। সেসময় তার রাস্তা আটকে দাঁড়ায় ওই ব্যক্তি, এর পর সে সাইকেল জোর করে চেপে বসে তার গায়ে হাত দিতে থাকে। কিশোরীটি প্রতিবাদ জানানোয় সে তার হাত ধরে টানাটানি শুরু করে এবং জোর করে তাকে রাস্তার পাশে থাকা চা বাগান ও জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করে। এরপর ওই কিশোরী চিৎকার করলে সেসময় ওই রাস্তা দিয়ে যাওয়া কিছু ব্যক্তির বিষয়টি নজরে আসে। তৎক্ষণাৎ তারা ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত কিশোরীকে উদ্ধার করে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন। খবর দেওয়া হয় বানারহাট থানায়। ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে। জানা যায়, কয়েক মাস আগে কলাবাড়ি পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবকের কাজে যোগ দেয় অভিযুক্ত ব্যক্তি।
বানারহাট থানা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এই বিষয়ে নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়ছে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে পকসো আইনের উপযুক্ত ধারায় মামলা রজু করা হয়েছে। একইসাথে ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জলপাইগুড়ি পাঠানো হয়।