রাজ্য

এবার ডাকঘর থেকেই মিলবে গৃহঋণ

এবার ডাকঘর থেকে মিলবে গৃহঋণ। পোস্ট অফিসকে মানুষের কাছে প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য করে তুলতে গত কয়েক বছরে একাধিক উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ। এবার পোস্টাল পেমেন্টস ব্যাঙ্কের (আইপিপিবি) মাধ্যমে বাড়ি তৈরির লোন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সূত্রে মউ স্বাক্ষর হয়েছে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডের সঙ্গে। দ্রুততার সঙ্গে বাড়ি তৈরির লোন দেওয়ার কাজ শুরু করতে ডাক বিভাগেও জোর তৎপরতা শুরু হয়েছে।

ডাক বিভাগ সূত্রে খবর, আইপিপিবির মাধ্যমে খুব সহজে গ্রামীণ এলাকার বাড়ির দরজায় ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে অনেক আগেই। গ্রামীণ ডাক সেবকদের মাধ্যমে ডোমেস্টিক মানি ট্রান্সফার, ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রদান, জেনারেল ও লাইফ ইনসিওরেন্স করা, একাধিক বেসরকারি কোম্পানির গাড়ির ইনসিওরেন্স, আধার আপডেটের মতো নানান কাজ চালু হওয়ায় গ্রামের সাধারণ মানুষ উপকৃত হয়েছেন।

এলআইসিএইচএফএলের বিভিন্ন ধরনের ঋণ পোস্ট অফিস থেকেই মিলবে। এই সংস্থা বাড়ি তৈরির জন্য বেতন অনুযায়ী ৫০ লক্ষ টাকা পর্যন্ত ৬.৬৬ শতাংশ সুদে হোম লোন দেয়। ওই লোন গ্রামীণ ভারতের মানুষ খুব সহজে নিতে পারবেন। আইপিপিবির আধিকারিকদের দাবি, সারা দেশে এই মুহূর্তে তাঁদের প্রায় সাড়ে চার কোটি গ্রাহক রয়েছেন। ব্রাঞ্চের সংখ্যা ৬৫০টি। ফলে শহর থেকে প্রান্তিক গ্রাম—গৃহঋণের পরিষেবা খুব সহজে মানুষ এবার থেকে নেওয়ার সুযোগ পাবেন।

এতদিন বিভিন্ন ব্যাঙ্কে গিয়ে বাড়ি তৈরির লোনের জন্য হত্যে দিতে হতো মানুষকে। ব্রাঞ্চ পোস্ট অফিস থেকে সুযোগ পাওয়া গেলে অনেক বেশি মানুষ এই সুবিধা নিতে পারবেন। যাঁরা লোন নেবেন, তাঁদের বিষয়ে গ্রামীণ ডাক সেবকরা সঠিক তথ্যও পৌঁছে দিতে পারবেন। সবচেয়ে বড় কথা, এই পরিষেবা পৌঁছে দিয়ে লক্ষ্মীলাভ হবে ডাক বিভাগেরও। সব মিলিয়ে নতুন এই প্রকল্প নিয়ে ডাক বিভাগের কর্তাদের মধ্যেও চূড়ান্ত উৎসাহ দেখা দিয়েছে।