খেলাধুলা ব্রেকিং নিউজ

ফুটবলকে বিদায় জানালেন পর্তুগিজ তারকা ফুটবলার

৩৮ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন পর্তুগাল ও ম‍্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন উইঙ্গার নানি। সোশ্যাল মিডিয়ায় নিজেই প্রায় দুই দশকের খেলোয়াড়ি জীবনের ইতি টানার ঘোষণা করেন নানি।

নানি বলেন, “বিদায় বলার সময় এসেছে। পেশাদার খেলোয়াড় হিসেবে আমি নিজের ক‍্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “এটা ছিল বিস্ময়কর এক যাত্রা। যারা প্রায় ২০ বছর দীর্ঘ ক‍্যারিয়ারে আমাকে সমর্থন করেছেন, উত্থান ও পতনের সময় আমাকে সমর্থন করেছেন এবং অনেক অবিস্মরণীয় স্মৃতি উপহার দিয়েছেন তাদের প্রত‍্যেককে আমি ধন‍্যবাদ জানাতে চাই। নতুন পাতা উল্টানোর এবং নতুন লক্ষ‍্য ও স্বপ্নের দিকে মনোযোগী হওয়ার সময় এসেছে। শিগগির দেখা হবে।”

২০০৭ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ইউনাইটেডে যোগ দেন নানি। প্রথম বছরেই জেতেন চ‍্যাম্পিয়ন্স লিগ। ওল্ড ট্র্যাফোর্ডে কাটানো আট মৌসুমে চারটি প্রিমিয়ার লিগ ও দুটি লিগ কাপ জেতেন তিনি।
চলতি মৌসুমে নিজ শহরের ক্লাব এস্ত্রেলা আমাদোরার হয়ে পর্তুগালের শীর্ষ লিগে খেলছিলেন নানি।

গত মাসে স্পোর্তিংয়ের বিপক্ষে সবশেষ মাঠে নামেন তিনি।
দীর্ঘ ক‍্যারিয়ারে ভালেন্সিয়া, লাৎসিও, অরল‍্যান্ডো সিটি, ভেনেৎসিয়া, মেলবোর্ন ভিক্টরি ও আতানা দেমিরস্পোরের হয়ে খেলেছেন নানি। পর্তুগালের হয়ে ১১২ ম‍্যাচে ২৪ গোল করেছেন তিনি, দেশের হয়ে জিতেছেন ২০১৬ ইউরো চ‍্যাম্পিয়নশিপ।