এক যুবতীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে যুবতীকে ব্ল্যাকমেইল করার চেষ্টা শান্তিপুরের এক যুবকের। দীর্ঘদিন একই ঘটনা ঘটতে থাকাই যুবতী প্রশাসনের দারস্থ হবে বলে জানালে উল্টে যুবতীকে অকথ্য ভাষায় হুমকি দেয় অভিযুক্ত যুবক। অবশেষে রবিবার যুবকের শাস্তি চেয়ে শান্তিপুর থানার দ্বারস্থ যুবতী ও তার পরিবার।
জানা যায়, গত ৬ মাস আগে নদীয়ার নবদ্বীপের এক যুবতীর সাথে ফেসবুকে আলাপ হয় শান্তিপুরের ময়ূখ কুণ্ডু নামে এক যুবকের। তারপর শুরু হয় প্রেম-পর্ব। অভিযোগ, গত কয়েকদিন ধরে প্রেমিক যুবক নবদ্বীপের ওই যুবতীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়া ও ওই যুবতীর বিভিন্ন বান্ধবীকে পোস্ট করতে থাকে। ঘটনা নজরে আসতেই মানসিক অবসাদে ভোগে ওই যুবতী, এরপর ওই যুবতী সমস্ত ঘটনা তার পরিবারকে জানায়। পরিবার ওই যুবকের সাথে যোগাযোগ করলে পরিবারকে উল্টো অকথ্য ভাষায় হুমকি দেয় যুবক। এছাড়াও যুবতীকেও ফোন করে অশ্লীল ভাষায় গালাগালি করে।
শুধু তাই নয়, পুলিশ আমার কিছুই করতে পারবে না বলে হুমকি দেয় ওই যুবক। এরপর যুবতীর মানসিক অবস্থা দেখে ধৈর্য হারায় যুবতীর পরিবার। অবশেষে রবিবার নবদ্বীপ থেকে যুবতীকে সাথে নিয়ে শান্তিপুর থানার দারস্থ হয় যুবতীর পরিবার। এরপর অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পাশাপাশি কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেছে যুবতীর পরিবার।