বাংলাদেশ বিনোদন

মধুচক্র! আটক জনপ্রিয় অভিনেত্রী পরীমণি

মধুচক্র থেকে মাদক কারবারে নাম জড়াল বাংলাদেশের অভিনেত্রী পরীমণির। সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, পরীমণির বাড়ি থেকে প্রচুর এলএসডি জাতীয় মাদক এবং মদের বোতল উদ্ধার হয়েছে। অভিযোগ রয়েছে মধুচক্র চালানোরও। ইতিমধ্যে আরও দুই নামী অভিনেত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। যাঁরা পরীমণির মতোই রেড কার্পেট থেকে নষ্ট রাতের দুনিয়ায় বিচরণ করতেন।

মাদক ব্যবসা থেকে মধুচক্র আসর বসানো–সহ নানা অভিযোগের ভিত্তিতে সপ্তাহখানেক আগেই বাংলাদেশের কিছু নায়িকা এবং মডেলদের বিরুদ্ধে অভিযানে নেমেছে দেশের আইন-শৃঙ্খলাবাহিনী। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পিয়াসা এবং মৌ নামে দুই অভিনেত্রীকে। তাদের হেফাজতে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। দেশের এলিটবাহিনী র‌্যাব পরীমণির বাড়িতে অভিযান চালায়। কিন্তু পরিমণি বাড়ির দরজা না খুলে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে তাঁকে রক্ষার আবেদন জানান। প্রায় আধ ঘণ্টা র‌্যাবকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে তিনি ফেসবুক লাইভও করেন।
লাইভে তিনি জানান, তাঁর দরজার বাইরে অজ্ঞাত কিছু লোক জড়ো হয়েছেন। তাঁরা ঢাকার অভিজাত বনানীর বাড়িতে ঢোকার জন্য দরজায় ধাক্কা দিচ্ছেন। এতে তিনি ভয় পাচ্ছেন। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। র‌্যাব বাড়িতে ঢুকলে ফেসবুক লাইভ বন্ধ করে দেন তিনি।

 

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ জানান, এই নায়িকার বাড়ি থেকে বিপুল পরিমাণে মদ এবং মাদক উদ্ধার হয়েছে। পরীমণিকে আটক করে র‌্যাবের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে বলেও খবর। চলছে জিজ্ঞাসাবাদ। র‌্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মইন সংবাদমাধ্যমকে বলেন, ‘‌নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে নায়িকা পরীমণির বাড়িতে অভিযান চালানো হয়েছে।’‌ গত জুন মাসে রাজধানীর একটি ক্লাবে পরীমণিকে হেনস্তা করার অভিযোগ ওঠে ব্যবসায়ী নাসির ইউ আহমেদ–সহ কয়েকজনের বিরুদ্ধে।