আবার নজির গড়লেন পোপ ফ্রান্সিস। খ্রিস্ট ধর্মের শুদ্ধিকরণের পথে হাঁটলেন তিনি। কয়েক শতক ধরে চলে আসা প্রথা ভেঙে চার্চ পরিচালন সমিতির উচ্চপদে এক মহিলাকে সদস্যপদ দিলেন তিনি। যা নিয়ে চর্চা হলেও বিরূপ প্রতিক্রিয়া মেলেনি।
ক্যাথলিক প্রথা ভেঙে সিনিয়র সাইনড হিসাবে একজন মহিলাকে নিয়োগ করলেন পোপ ফ্রান্সিস। প্রথাভাঙা কাজ তিনি আগেও করেছেন। এটাই প্রথম নয়। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ থেকে ফরাসি নাথালি বেকার্টকে ওই পদে নিয়োগ করেছেন পোপ। নাথালি ধর্ম সম্পর্কিত বিষয়ে পড়াশোনা করেছেন। তাঁকে ভোটাধিকার ক্ষমতা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে গির্জায় একজন কনসালট্যান্ট পদে কাজ করতেন নাথালি। এবার তিনি বিশপদের সম্মেলনও পরিচালনার দায়িত্বে থাকতে পারবেন। অনেকেই বলছেন, গির্জার বিভিন্ন কাজে সাম্প্রতিক সময়ে মেয়েদের অংশগ্রহণ অনেকটাই বেড়েছে। এবার সিস্টার নাথালিকে ভোটের অধিকার দেওয়ায় সেই পথ প্রশস্ত হল। গির্জায় যাজকের পরই সাইনডের স্থান। যাঁদের ভোটাধিকারও থাকে।
সমকামিতা নিয়েও মুক্তমনের প্রমাণ দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। কয়েক বছর আগেই খ্রিস্ট সমাজের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও সমকামিতাকে মানুষের স্বাভাবিক অধিকার বলে স্বীকার করে নিয়েছিলেন পোপ। মুক্ত কণ্ঠে জানিয়েছিলেন, ধর্ম যাই বলুক, সমকামিতা অন্যায় বা পাপ—কোনওটাই নয়! তবে, শুধুই সমকামী নয়! চার্চ যে সব প্রান্তিক মানুষকেও এত দিন পর্যন্ত সম্মান দেয়নি, তাদের কাছেও ক্ষমা চাওয়া উচিত বলে জানিয়েছেন পোপ।