দেশ ব্রেকিং নিউজ

ত্রিপুরায় চলছে ভোটগ্রহণ

ত্রিপুরায় চলছে বিধানসভার নির্বাচনের ভোটগ্রহণ। ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ বর্মনের। এদিন সকাল সকাল ভোট দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবারে টাউন বড়দোয়ালি কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি। সেখানে ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মানিক সাহার। তাঁকে ঘিরে দলের আশা অনেকটাই বেশি। মানিক সাহার যাঁর সঙ্গে মূল লড়াই হতে চলেছে তিনি হলেন বিজেপি ছেড়ে কংগ্রেসে ফেরা আশিসকুমার সাহার।

এবারের ভোটে ত্রিপুরায় নিজেদের মসনদ ধরে রাখাই সবথেকে বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে। ৬০ টির মধ্যে ৫৫টি-তেই প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। পাঁচটি আসন ছেড়েছে জোটসঙ্গী আইপিএফটি-কে। অন্যদিকে, মসনদ ফিরে পেতে কোমর বেঁধে লড়াইয়ে নেমেছে সিপিএম’ও। বাংলার পর ত্রিপুরাতেও এবার তাঁরা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে।

জোটের তরফে সিপিএম ৪৩টি আসনে প্রার্থী দিয়েছে। কংগ্রেসের প্রার্থী রয়েছে ১৩টিতে এবং বাকি চারটি আসনে দাঁড়িয়েছে অন্যান্য বাম দলের প্রার্থীরা। অন্যদিকে, এবারই প্রথম ত্রিপুরা বিধানসভা ভোটের লড়াইয়ে নাম লিখিয়েছে তৃণমূলও। ২৮টি কেন্দ্রে লড়ছে তারা। রয়েছে তিপ্রা মথাও। মোট ৪২টি আসনে ভোটের লড়াইয়ে নেমেছে দলটি। সকাল ৭ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৪ শতাংশ। বিধানসভা নির্বাচনে মোট ২৫৯ জন প্রার্থী রয়েছেন। তাঁদের ভাগ্য নির্ধারণ করবেন রাজ্যের ২৮ লক্ষ ভোটার। মোট বুথের সংখ্যা ৩ হাজার ৩৩৭। এর মধ্যে স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর মিলিয়ে বুথের রয়েছে প্রায় ১১০০টি। ভোট নিরাপত্তায় নামানো হয়েছে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অবাধ ও শান্তিপূর্ণ ভোটপ্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছে।