দেশ ব্রেকিং নিউজ

করোনা নিয়ে বিভেদের রাজনীতি উত্তরে

যোগীর রাজ্যে বিরল বিজ্ঞাপন। আর তা নিয়ে হইচই শুরু। উত্তরপ্রদেশের মেরঠের একটি হাসপাতাল এমন বিজ্ঞাপন দিয়েছে। মেরঠের ওই ক্যান্সার হাসপাতালটি একটি স্থানীয় সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেয়, করোনার টেস্ট ছাড়া হাসপাতালে কোনও মুসলিম রোগী বা তার আত্মীয়দের ঢুকতে দেওয়া হবে না। করোনা টেস্টে নেগেটিভ আসতে হবে। তবেই মিলবে ভর্তির ছাড়পত্র।
সর্বভারতীয় দৈনিকের দাবি, ওই বিজ্ঞাপনে হিন্দু ও জৈনদেরও নিশানা করা হয়েছে। বলা হয়েছে এই দুই পক্ষই কৃপণ। এদের উচিত করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর পিএম কেয়ারস ফান্ডে টাকা দেওয়া। ওই বিজ্ঞাপন প্রকাশের পরই হাসপাতালের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী বলছেন, এই পরিস্থিতিতে ধর্মীয় বিভেদ না রেখে একসঙ্গে লড়াই করতে হবে। সেখানে এই বিভেদের রাজনীতি খোদ বিজেপি শাসিত রাজ্যে হওয়ায় জোর সমালোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, দিল্লির তবলিঘি জামাত থেকে করোনা ছড়ানোর ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা দেশে শোরগোল পড়ে যায়। তারই প্রতিফলন ঘটেছে মেরঠের দ্যা ভ্যালেন্টিস ক্যান্সার হাসপাতালের বিজ্ঞাপনে। জামাতের বিষয়টিও উল্লেখ করা হয়েছে হাসপাতালটির বিজ্ঞাপনে।