জেলা ব্রেকিং নিউজ রাজ্য

Political Leader Arrested: বাড়িতে মজুত তাজা বোমা, গ্রেফতার আই.এস.এফ নেতা

উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভার প্রথিবা পঞ্চায়েতের মথুরাপুর দাসপাড়া এলাকার আই.এস.এফ নেতা হাবিবুর মন্ডলের বাড়ি থেকে উদ্ধার হল ২০ টি তাজা বোমা। বাড়িতে তাজা বোমা মজুত রাখার অপরাধে পুলিশের হাতে গ্রেফতার ওই আই.এস.এফ নেতা। অভিযুক্তকে আজ বারাসাত আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মথুরাপুর দাসপাড়া এলাকার বছর ৩১ এর আই.এস.এফ নেতা হাবিবুল মন্ডলের বাড়ির পাশ থেকে সোমবার কুড়িটি তাজা বোমা উদ্ধার করে হাবরা থানার পুলিশ। সেই মোতাবেক অভিযুক্তকে গ্রেপ্তার করে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠানো হয়। তবে কি কারনে বোমা গুলি মজুত করে রেখেছিল ওই নেতা, পুলিশ তা জানার চেষ্টা করছে। পাশাপাশি এলাকায় কোন দুষ্কৃতী কার্যকলাপ চেষ্টা করছিল কিনা তাও জানার চেষ্টা করছে হাবরা থানার পুলিশ।