আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

লন্ডনে পোলিও ভাইরাস!

ফের চোখ রাঙাচ্ছে করোনা। বাড়ছে করোনা দৈনিক সংক্রমণের সংখ্যা। এরই মধ্যে লন্ডনে খোঁজ মিলল পোলিও ভাইরাসের। লন্ডনের নিকাশি নালা থেকে এই ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পোলিও একটি ভাইরাসঘটিত সংক্রামক রোগ। মূলত শিশুদেরকেই আক্রমণ করে পোলিও ভাইরাস। যা জল এবং খাবারের মাধ্যমে ছড়িয়ে যায়। এই ভাইরাসের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, বমি ক্লান্তি, পিঠ বা পা শক্ত হয়ে যাওয়া, পেশীর দুর্বলতা।  শিশুর শারীরিক পরিস্থিতি খুব খারাপ হলে প্রদাহ এবং পায়ে পক্ষাঘাত শুরু হয়। পোলিও থেকে বাঁচতে তাই শিশুদের ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয়। এই ভাইরাস থেকে শিশুদের বাঁচাতে শিশুর জন্মের ৬,১০ ও ১৪ সপ্তাহের মাথায় প্রাথমিক মাত্রা ও শিশুর ১৬ -২৪ মাস বয়সে একটি বুস্টার ডোজ দেওয়া হয়ে থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কলকাতা ও লন্ডনে জমা জলে যে ভাইরাস পাওয়া গেছে সেটি পোলিও টাইপ-২ ভাইরাস। এর নাম টাইপ-২ ভ্যাকসিন-ডিরাইভস পোলিও ভাইরাস।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে কলকাতার মেটিয়াবুরুজে নর্দমার জলে পোলিও ভাইরাসের খোঁজ মিলেছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন ঘোষণার পর টানা দুই থেকে আড়াই মাস ধরে ভারতে টিকাকরণ কর্মসূচি অনেকাংশে বন্ধ ছিল। তাই ফের পোলিও ভাইরাস মাথা চাড়া দিয়েছে।

উল্লেখ্য, ভারত এবং ব্রিটেন ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে পোলিওমুক্ত দেশের তকমা পেয়েছে। তারপরও নতুন করে এই ভাইরাসের সন্ধান মেলায় চিন্তায় স্বাস্থ্য মহল।