বাংলাদেশ

জেলেদের হাতে মার খেল পুলিশকর্মীরা

পদ্মাপারে ঘটে গেল মারধরের ঘটনা। মা ইলিশ বাঁচাতে গিয়ে জেলেদের হাতে প্রচণ্ড মার খেল পুলিশকর্মীরা। পদ্মা–মেঘনায় বন্ধ করা যাচ্ছে না মা ইলিশ শিকার। জেলেরাও হয়ে উঠছে ভয়ঙ্কর বেপরোয়া। এই পরিস্থিতিতে জেলেদের সঙ্গে পুলিশের মারপিঠ শোরগোল পড়ে গেল। মারধরের চোটে বেশ কয়েকজন পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।
মা ইলিশ শিকারে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। হামলা করার প্রস্তুতি নিয়েই নদীতে নামছে জেলেরা। বন্ধ হয়নি মা ইলিশ শিকার। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অসাধু উপায়ে নদীতে ইলিশ শিকারে নামছে জেলেরা। চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় ঢাকা হেডকোয়ার্টার নৌ পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। ঢাকা হেডকোয়ার্টার থেকে একটি লঞ্চ ও পাঁচটি স্পিডবোট নিয়ে নৌ পুলিশের দলটি চাঁদপুর নৌ সীমানার পদ্মা–মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযানে নামে। চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউপির লক্ষীরচর এলাকায় মেঘনা নদীতে অভিযানের সময় জেলেরা তাদের ওপর অতর্কিতে হামলা চালায়।
সরকারের এই নিষেধাজ্ঞাকে অমান্য করে বেপোরোয়া হয়ে উঠেছে ইলিশ জেলেরা। তারা ভোর থেকে গভীর রাত পর্যন্ত সুযোগ পেলেই দলবদ্ধ হয়ে নেমে পড়ছে নদীতে। আর অবাধে শিকার করছে ডিমওয়ালা মা ইলিশ। হুমকির মুখে পড়েছে দেশের ইলিশ সম্পদ।