ঠিক দুপুর ২টো। গুলির শব্দে কেঁপে উঠল অরণ্য সুন্দরী জেলা। লকডাউন চলাকালীন হুলুস্থূল কাণ্ড ঘটে গেল পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। ভরদুপুরে হঠাৎই ছাদে উঠে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন পুলিশ কনস্টেবল। আর তাতে কেঁপে ওঠে জেলা। যাতে কান পাতা দায় হয়ে ওঠে। অনেকেই মনে করতে শুরু করে মাওবাদী হামলা হল নাকি! আবার কেউ কেউ যুদ্ধ লেগেছে বলে মনে করতে শুরু করেন।
আসল ঘটনা হল—ঝাড়গ্রাম পুলিশ লাইনের একটি বাড়ির ছাদে উঠে ব্যারাক লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি। প্রায় ৪০ রাউন্ড গুলি চালান তিনি। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে বিনোদ কুমার নামে ওই জুনিয়র পুলিশ কনস্টেবল পুলিশ লাইনের ২ নম্বর পোস্টে এসে একটি বাড়ির ছাদে উঠে পড়েন। সেখান থেকে পুলিশ ব্যারাক লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। বাধ্য হয়ে ঘটনাস্থলে পৌঁছন এসডিপিও এবং আইসি। মাইক ব্যবহার করে পুলিশ কনস্টেবলকে নীচে নেমে আসতে বলা হয়। কিন্তু তাঁকে নীচে নামানো যায়নি। সহকর্মীরা জানিয়েছেন, লকডাউনের কারণে দীর্ঘ একমাস বাড়ি যেতে পারেননি বিনোদ। তাই মানসিক অবসাদগ্রস্ত হয়ে এই কাণ্ড ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশ কনস্টেবল এমনই অনুমান করছে।