শিলিগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দুষ্কৃতী ধরতে গিয়ে তাদেরই ছোঁড়া গুলিতে জখম হলেন এক সাব-ইনস্পেক্টর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন আইসি।
জানা গেছে, দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম পুলিশের এস আইয়ের নাম রবীন্দ্রনাথ সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুষ্কৃতীরও গুলি লেগেছে। স্থানীয় সূত্রে খবর, প্রধাননগর থানার পুলিশ সোমবার রাতে খবর পায়, দাগাপুরের এক আবাসনে গা ঢাকা দিয়ে রয়েছেন বিহার থেকে আসা এক কুখ্যাত দুষ্কৃতী। নিজেকে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে দুষ্কৃতী রাজ পাণ্ডে নিয়মিত শিলিগুড়িতে আসা যাওয়া করত। খবর পেয়ে তাঁকে গ্রেফতারের জন্য সোমবার রাতে দাগাপুরে তার ফ্ল্যাটে যায় প্রধাননগর থানার পুলিশ। পুলিশের দলের নেতৃত্বে ছিলেন প্রধাননগর থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য। ফ্ল্যাটের সামনে যেতেই আইসিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কোনক্রমে প্রাণে বাঁচেন আইসি। কিন্তু, তাঁর সঙ্গে থাকা এক সাব ইন্সপেক্টরের গুলি লাগে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবীন্দ্রনাথ সরকার নামে ওই সাব-ইনস্পেক্টরের পায়ে গুলি লেগেছে। অভিযুক্ত রাজও গুলিতে আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহত সাব-ইনস্পেক্টর রবীন্দ্রনাথ সরকারকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলেছে।
প্রধাননগর থানার এক পুলিশকর্মী বলেন, “সোর্স মারফত আমাদের কাছে খবর এসেছিল যে, দাগাপুরের ওই আবাসনে ওই দুষ্কৃতী গা ঢাকা দিয়ে রয়েছে। তাদেরকে ধরতে আমরা সেখানে গিয়েছিলাম। তখনই গুলি চালনার এই ঘটনা ঘটেছে। আমাদের সাব-ইনস্পেক্টর রবীন্দ্রনাথ সরকার গুলিতে আহত হয়েছেন। স্থানীয় এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।”
এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। গুলি চালানোর ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী। পুলিশ জানিয়েছে, গুলিতে আহত দুষ্কৃতী রাজ পাণ্ডেরও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলেছে। পুলিশ জানিয়েছে, রাজের বিরুদ্ধে বেশ কিছু অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। যাবতীয় প্রমাণ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।