বিধানসভা অধিবেশন শুরুর আগেই উত্তাল বিধানসভা চত্বর। বুধবার সমবেতন, সমান সুযোগ–সুবিধার দাবিতে বিধানসভা অভিযান করলেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। তাঁদের এই বিক্ষোভের জেরে বিধানসভার সামনে রণক্ষেত্রের চেহারা নিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। এমনকী, গেট ভেঙে বিধানসভার ভেতরে ঢোকারও চেষ্টা করেন তাঁরা। পরে মুখ্যমন্ত্রী সঙ্গে দেখার করার দাবিতে বিধানসভার বাইরে তাঁরা অবস্থান বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।
ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ৫০ জনকে। বুধবার অধিবেশন হওয়ার কথা বিধানসভায়। সেই মতোই সকাল ১১টা থেকেই বিধানসভার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। তবে পরে জানা যায় আজ আসছেন না মুখ্যমন্ত্রী। এরপরই তারা গেটের বাইরে অবস্থান বিক্ষোভে বসেন। আপাতত পুলিশ বেশ কয়েকজনকে সরিয়ে নিয়ে গিয়েছে।
প্রাণীমিত্র, প্রাণীবন্ধু, এসএসকে, এমএসকে, পার্শ্বশিক্ষকরাই শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্য। বেতন কাঠামোর উন্নতি–সহ একাধিক দাবি রয়েছে তাঁদের। এদিন তাঁরা হাইকোর্টের বাইরে অবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেখান থেকেই বিধানসভা অভিযান করেন তাঁরা। তাঁদের অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বিধানসভা চত্বর। বেতন বৃদ্ধির পাশাপাশি বেশ কয়েকটি দাবি জানিয়েছেন পার্শ্বশিক্ষকরা।
শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যদের অভিযোগ, ‘মুখ্যমন্ত্রী সকলের সঙ্গে দেখা করেন, দাবি দাওয়া শোনেন। ক্লাবগুলিকে টাকা দেন। কিন্তু আমাদের সঙ্গে দেখাও করেন না। আমাদের সুযোগ সুবিধাও দেখেন না।’ পুলিশ–মিছিলকারীদের কথা কাটাকাটি। মুহূর্তেই তা হাতাহাতির চেহারা নেয়। মিছিলকারীদের প্রথমে বোঝানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা। তবে তা সম্ভব হয়নি। পরিস্থিতি বেগতিক বুঝে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যায় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ডিসি সুধীর কুমারের মুখও ফেটে যায়।