করোনা এবার বাংলাদেশের পুলিশ বাহিনীর অন্দরে। এখনও পর্যন্ত সে দেশের অন্তত ৫৮ জন পুলিশকর্মী এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ২৭ জনই ঢাকা মহানগর পুলিশে কর্মরত বলে জানা গিয়েছে। এই ঘটনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকায় ৬০০ পুলিশকর্মীকে কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।
করোনা সংক্রমণ ঠেকাতে অগ্রণী ভূমিকা নিচ্ছেন বাংলাদেশের পুলিশকর্মীরা। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষার এবং সংক্রমণের শৃঙ্খলা ভাঙতে কঠোরভাবে লকডাউন কার্যকরের জন্য নজরদারি চালাচ্ছেন তাঁরা। এছাড়া উদ্ভূত সংকটকালে রাস্তায় জীবাণুনাশক স্প্রে, অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া এবং কোয়ারেন্টাইন থেকে পালানো ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালানোর মতো অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে পুলিশকর্মীদের। অসাবধানতাবশত আক্রান্তদের সংস্পর্শে তাঁরাও আক্রান্ত হচ্ছেন বলে পুলিশের শীর্ষকতারা কার্যত স্বীকার করে নিচ্ছেন।
শেষ পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৮৩৮ জন। তার মধ্যে প্রাণ হারিয়েছেন ৭৫ জন। মৃতদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।
