Corona attacks and deaths are on the rise across the state. Do not exclude the warriors. On an average, 3,000 people are affected by corona every day. And the average daily death is 50. This has created an atmosphere of anxiety. And the Kolkata police is also angry with him. Earlier, Kolkata police officers were attacked by Corona. This time a Kolkata police officer died in Corona. The deceased was identified as Uday Shankar Banerjee. He was the Assistant Commissioner of Calcutta Police.
রাজ্য

করোনায় মৃত্যু পুলিশ কর্তার

রাজ্যজুড়ে করোনা আক্রান্ত ও মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। তার থেকে বাদ নয় করোনা যোদ্ধারাও। রোজই গড়ে তিন হাজার করে মানুষজন করোনায় আক্রান্ত হচ্ছেন। আর মৃত্যু হচ্ছে দৈনিক গড়ে ৫০। ফলে উদ্বিগ্নের পরিবেশ তৈরি হয়েছে। আর তার কোপে পড়েছে কলকাতা পুলিশও। আগেও কলকাতা পুলিশের অফিসাররা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার করোনায় মৃত্যু হল কলকাতা পুলিশের এক আধিকারিকের। মৃত এই পুলিশ কর্তার নাম উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার ছিলেন।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। উপসর্গ থাকায় তিনি করোনা পরীক্ষা করিয়ে নেন। তাঁর রিপোর্ট পজেটিভ আসে। তখনই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হতে থাকে। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে কলকাতা পুলিশ মহলে। এই প্রথম কোনও পুলিশকর্তার মৃত্যু হল। এই নিয়ে মোট ৯ জন পুলিশ কর্মীর মৃত্যু হল করোনায়। যা কপালে ভাঁজ ফেলেছে পুলিশ–প্রশাসনের।
কলকাতা পুলিশের পরিসংখ্যান বলছে, ২০২০ সালের ৬ জুন করোনায় মৃত্যু হয় কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের কনস্টেবল সেবাস্তিয়ান খাকা–র। তারপর ১৩ জুন করোনায় মৃত্যু হয় শিয়ালদহ ট্রাফিক গার্ডের কনস্টেবল দিলীপ সর্দারের। আর ১২ জুলাই করোনায় মৃত্যু হয় কলকাতা পুলিশের ইস্ট ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার সুব্রত দাসের। ঠিক তার পরই ২৪ জুলাই করোনায় মৃত্যু হয় হেস্টিংস থানার কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মনের। একই দিনে ২৪ জুলাই, করোনায় মৃত্যু হয় কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলের অফিসার ইনচার্জ অভিজ্ঞান মুখার্জির। চারদিন পর ২৯ জুলাই করোনায় মৃত্যু হয় চারু মার্কেট থানার কনস্টেবল দেবেন্দ্র নাথ তির্কির। এখানেই থামেনি করোনার থাবা। একদিন পর অর্থাৎ ৩১ জুলাই করোনায় মৃত্যু হয় চিৎপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তপন চন্দ্র কুমারের এবং ২ আগস্ট করোনায় মৃত্যু হয় জোড়াবাগান ট্রাফিক গার্ডের কনস্টেবল দীপঙ্কর সরকারের।