ভিন রাজ্যে আটকে রয়েছেন শ্রমিকরা। মালিকদের হয়ে সারা বছর ঘাম ঝরিয়ে কাজ করে এখন তাঁরাই এই চরম সমস্যায় পড়েছেন। এখন তাঁদের দায়িত্ব নিতে অস্বীকার করছে মালিকরা। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশজুড়ে লকডাউন ঘোষণা করে দিয়েছে। পরিযায়ী শ্রমিকরা কী করে বাড়ি ফিরবে, তা নিয়ে কারও কোনও মাথাব্যথা ছিল না। অনাহারে দিন কাটাতে দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাঁদের। তার উপর আবার লকডাউনের মেয়াদ বাড়ার ইঙ্গিত। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের মেজাজ হারানোটাই স্বাভাবিক। হাজার হাজার কিমি রাস্তা তাঁদের হেঁটে বাড়ি ফিরতে হয়েছে।
দেশজুড়ে লকডাউনের মধ্যেও কর্মহারা শ্রমিকদের হিংসার প্রতিবাদ শুরু হল। গুজরাটের সুরাটে ভিন রাজ্য থেকে কাজ করতে আসা শতাধিক শ্রমিক প্রতিবাদ শুরু করেছেন শুক্রবার রাত থেকেই। বহু গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছেন তাঁরা বলে অভিযোগ। শ্রমিকদের দাবি, এমনকী এই দুঃসময়ে বকেয়া পাওনা মেটায়নি মালিকরা।
পুলিশ সূত্রে খবর, লকডাউনের কারণে নিজেদের রাজ্যে ফিরে যেতে চায় শ্রমিকরা। কয়েকদিন ধরেই তাঁরা সেই দাবিতে অনড়। কিন্তু প্রশাসন তাঁদের কথা শুনছে না। তাই এবার রাস্তায় নেমে হাতে টানা ভ্যান জ্বালিয়ে দিয়েছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও বেশ কয়েকজন শ্রমিককে আটক করেছে পুলিশ। গুজরাটে নতুন করে ১১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০০ জন। শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনা চলাকালীন আরও দু’জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।
