কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় ফুটপাথ দখলদারি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী রাস্তার দু’পাশে ফুটপাথ দখলমুক্ত করতে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তাবড় নেতা কাউন্সিলর থেকে শুরু করে পুরসভার নানা স্তরের কর্তাব্যক্তিদেরও। এ নিয়ে সোমবার রাজ্যের শীর্ষ প্রশাসনিক মহল নবান্ন সভাঘরে একটি বৈঠক করেন তিনি। সেই বৈঠক মিটতে না মিটতেই এবার অ্যাকশন মোডে পুলিশ।
মুখ্যমন্ত্রী মমতার কড়া নির্দেশের ২৪ ঘণ্টা কাটার আগেই সল্টলেকে ফুটপাথ দখলমুক্ত করতে পথে নামল পুলিশ এবং পুরসভা। মঙ্গলবার সকাল থেকেই বিধাননগর পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ড এবং সেক্টর ফাইভে বুলডোজ়ার নিয়ে একাধিক দোকানের কাঠামো ভেঙে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় নয়ানজুলির মধ্যেও বাঁশের মাচা করে টিনের কাঠামো দিয়ে দোকান তৈরি করা হয়েছিল। সেগুলিও ভেঙে দেওয়া হয়।