সংসদে বলিউডের মাদক-যোগের অভিযোগের সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন সাংসদ জয়া বচ্চন। সেই বক্তব্যে ছিল বলিউডকে অপমান করা ব্যক্তিদের প্রতি ক্ষোভ। সেই বক্তব্য সমর্থন দিয়েছেন ইন্ডাস্ট্রির অনেক তারকা। সিনেমার সংগঠনগুলোও বলিউড অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়াকে বাহবা দিয়েছেন।
তবে বক্তৃতার পর জয়া ও তার পরিবার ট্রলের শিকারও হচ্ছে। অনেকে তাদের কটূ কথাও বলছেন। এইসব দেখে আগাম সুরক্ষার ব্যবস্থা করল মুম্বাই পুলিশ। অমিতাভ ও জয়া বচ্চনের বাংলো জলসার বাইরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর সংসদে বক্তব্যের পর সোশাল মিডিয়ায় ট্রলের শিকার হন জয়া বচ্চন। নেটিজেনের একটা বড় অংশ তার নিন্দায় সরব হন। ট্যুইটারে ট্রেন্ড করছিল #ShameOnJayaBachchan হ্যাশট্যাগ।
মঙ্গলবার রাজ্যসভায় বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নোংরা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন জয়া বচ্চন। বিজেপির সাংসদ রবি কিষণের মন্তব্যেরও তীব্র নিন্দা করেন তিনি। বলেন, ‘মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিকে অপমান করার ষড়যন্ত্র চলছে। এটা লজ্জার।’