বিনোদন ব্রেকিং নিউজ

আমির খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

‘লাল সিং চড্ডা’ ছবিতে ভারতীয় সেনাকে অপমান করেছেন আমির খান, এই ছবি প্রকাশের পর থেকেই এমনটাই অভিযোগ উঠতে শুরু করেছে । সেই কারণেই এবার আমিরের বিরুদ্ধে পুলিশের কাছে দারস্থ হলেন দিল্লির এক আইনজীবী। অভিযোগকারী আইনজীবীর নাম বিনীত জিন্দাল। ইতিমধ্যেই দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকে চিঠি দিয়েছেন তিনি। ওই অভিযোগ পত্রে আমির ছাড়াও রয়েছে বেশ কয়েকজনের নাম।

দিল্লির ওই আইনজীবী জানিয়েছেন, ভারতীয় সংবিধানে প্রতিটি নাগরিকের বাক স্বাধীনতা রয়েছে। কিন্তু, দেশের শান্তি এবং সাম্যে বিঘ্ন ঘটানোর অধিকার কারোর নেই। ‘লাল সিং চড্ডা’ ছবিতে সেটাই করা হয়েছে বলেই অভিযোগ। সেই কারণেই আমির সহ বাকিদের বিরুদ্ধে শাস্তির দাবি করেছেন তিনি।

জানা গিয়েছে, আইপিএস ১৫৩,১৫৩ এ,২৯৮ এবং ৫০৫ ধারায় আমির খান সহ বাকিদের বিরুদ্ধে অভিযোগ রুজু করার আবেদন জানিয়েছেন বিনীত জিন্দাল। তাঁর অভিযোগ, ‘ছবিতে দেখানো হয়েছে মানসিক অবসাদগ্রস্ত এক ব্যক্তি ভারতীয় সেনায় যোগদান করেছিলেন এবং কার্গিল যুদ্ধে লড়াই করেছেন। কিন্তু কার্গিল যুদ্ধের আগে সেনা জওয়ানদের যে ভালো করে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তা দেখানো হয়নি এই ছবিতে। বরং ইচ্ছে করে ভারতীয় সেনার গরিমা নষ্টের চেষ্টা করা হয়েছে।’ লাল সিং চাড্ডা সিনেমার মাধ্যমে ভারতীয় জওয়ানদের এবং শিখ সম্প্রদায়কে অপমান করা হচ্ছে। ওই দৃশ্যের মাধ্যমে আমির খান সহ বাকিরা হিন্দুদের ভাবাবেগে আঘাত হেনেছেন বলে অভিযোগ তুলেছেন বিনীত জিন্দাল।‘