জেলা

ফের পুলিশে রদবদল কমিশনের

তৃতীয় দফার নির্বাচনের আগে ফের পুলিশে রদবদল হল। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি, ডায়মন্ড হারবারের (শিল্পাঞ্চল) ডেপুটি পুলিশ কমিশনার মিঠুন দে এবং চন্দননগরের ডেপুটি পুলিশ কমিশনার তথাগত বসুকে সরিয়ে দিল কমিশন। এই তিন পুলিশকর্তাদের নির্বাচন পরিচালনা সঙ্গে যুক্ত কোনও পদে নিয়োগ করা যাবে না বলে বিজ্ঞপ্তি জারি করা হল। তৃতীয় দফাতেই ভোট হবে ডায়মন্ডহারবারে, আলিপুরদুয়ার এবং চন্দননগরে চতুর্থ দফায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভোটের মুখে আলিপুরদুয়ারের নতুন পুলিশ সুপার হচ্ছেন অমিত কুমার সিং। ডায়মন্ড হারবারে (শিল্পাঞ্চল) ডেপুটি পুলিশ সুপারের দায়িত্বে আসছেন শ্যামল কুমার মণ্ডল। আর চন্দননগরের ডেপুটি পুলিশ কমিশনার হচ্ছেন অভিষেক মোদী। নির্বাচন কমিশনের এই রদবদল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য–রাজনীতিতে।
প্রথম দফার ভোটে তখন আর মাত্র দু’‌দিন বাকি। একসঙ্গে বদলি করা হয়েছিল চার পুলিশ কর্তা–সহ এক জেলাশাসককে। সেই তালিকায় ছিলেন ডায়মন্ড হারবারের পুলিশ সুপারও। বাদ যাননি এডিজি পশ্চিমাঞ্চল, কোচবিহারের পুলিশ সুপার, এমনকী ডিসি সাউথ পদে দায়িত্বপ্রাপ্ত অফিসারও। উল্লেখ্য, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার পদ থেক সরানো হয় সুরজিৎ করপুরকায়স্থকেও। ইতিমধ্যেই অপসারিত হয়েছেন রাজ্য় পুলিসের ডিজি বীরেন্দ্র ও এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমও।