পুলিশের গাড়িতে বোমা ছুঁড়ে পালানোর চেষ্টা চার দুষ্কৃতীর। বুধবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে মগরা থানার পুলিশ। বাকি দু’জনের সন্ধানে চলছে তল্লাশি। ধৃতদের একজনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনায় দু’জন পুলিশকর্মী আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ পূর্ব বর্ধমানের কালনা থেকে এসটি-কেকে রোড দিয়ে নম্বর প্লেটহীন দু’টি বাইকে করে পালাচ্ছিল চার দুষ্কৃতী। তারা ডাকাতি করে পালাচ্ছে এমন খবর পেয়ে মগরা থানার পুলিশ পালপাড়ার কাছে নাকা চেকিং শুরু করে। সেই সময় দুষ্কৃতীরা কল্যাণী ব্রিজের দিকে এগোচ্ছিল। পুলিশ তাদের বাইক থামানোর নির্দেশ দিলে তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে।
পুলিশ পিছু ধাওয়া করলে বিটিপিএস টাউনশিপ গেটের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে দুষ্কৃতীরা। এরপর কালীতলা ব্রিজের কাছে তাদের রাস্তা আটকায় পুলিশ। বিপরীত দিক থেকে একটি গাড়ি আসায় দুষ্কৃতীদের বাইক রেলিংয়ে ধাক্কা খায়। সেই সময় পুলিশ তাদের ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে একটি বোমা ভর্তি ব্যাগও উদ্ধার হয়।