ব্রেকিং নিউজ রাজ্য

মুখ্যমন্ত্রীর সফর সেরে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশের গাড়ি, আহত ১০

উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের গাড়ি। লক্ষ্মীপাড়া চা বাগানের কাছে দুর্ঘটনায় আহত ৯ জন পুলিশ কর্মী সহ মোট ১০ জন। আহতদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ইতিমধ্যেই আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বানারাহাট চিকিত্‍সা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে আঘাত গুরুতর হওয়ায় ২ জন পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দা ১ জনকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত সমস্ত পুলিশকর্মীরা কালিম্পং জেলার বলেই খবর। দুর্ঘটনাগ্রস্ত পুলিশ ভ্যানটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর নাগাদ বানারহাট থানার লক্ষ্মীপাড়া চা বাগান মোড়ে পুলিশ কর্মী-সহ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই একটি সাইকেল সারাইয়ের দোকানে ঢুকে যায়। তখন সাইকেল সারাইয়ের দোকানে ২ জন স্থানীয় ছিলেন। পুলিশের গাড়িতে ছিলেন ১০ জন পুলিশকর্মী।

প্রসঙ্গত, অনন্ত মহারাজের আমন্ত্রণে সাড়া দিয়ে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (GCPA) অনুষ্ঠানে যোগ দিতে সোমবারই উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। বুধবার বাণেশ্বরের সিদ্ধেশ্বরী এলাকায় চিলা রায়ের ৫১২ তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। কিন্তু গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর কারণে এদিনের অনুষ্ঠান কাটছাঁট করেন মুখ্যমন্ত্রী। এরপর কলকাতায় গীতশ্রীর শেষকৃত্যে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।