বেআইনি ভাবে বাড়িতে সাপ রাখায় এক ব্যক্তিকে গ্রেফতার করল বন দফতর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর সংলগ্ন ভালুকখুলিয়া এলাকায়। স্থানীয়দের কাছ থেকে বন দফতর জানতে পারে, এক ব্যক্তি বিষধর সাপ কোনো স্থান থেকে ধরে বাড়িতে রেখেছে৷ সাপ খেলা দেখানো বা অন্য যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল তার৷ সাপগুলি বিষধর গোখরো বলেই অনুমান বনদফতরের কর্মীদের৷
মেদিনীপুর বনবিভাগের কর্মীরা জানতে পেরে বুধবার বিকেলে তার বাড়িতে হানা দেয়৷ বাড়ি থেকে ঝুড়ির ভিতরে করে লুকিয়ে রাখা দুটি গোখরো সাপ ও সাপের ডিম উদ্ধার করে বনদফতরের কর্মীরা৷ তারপরেই গ্রেফতার করা হয় তাকে৷
জানা গেছে, ধৃত ব্যক্তির নাম বনমালী লায়েক। পেশায় সাপুড়ে। বুধবার তার বাড়ি থেকে দুটো গোখরো সাপ ও ১৮ সাপের ডিম উদ্ধার করা হয়েছে। এরপর বনমালীকে গ্রেফতার করে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসার পর তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে বন দফতরের আধিকারিকরা।