পুলিশ ফাঁড়িতে বিষাক্ত গোখরা সাপ। ছড়াল আতঙ্ক। বনদপ্তরের তৎপরতায় অবশেষে উদ্ধার করা গেল সাপটি।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা পুলিশ ফাঁড়িতে বৃহস্পতিবার বিষাক্ত গোখরো সাপ দেখা যেতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ কর্মীরা সাথে সাথে খবর দেয় বনদপ্তরে। পার্শ্ববর্তী আদিনা ফরেস্ট থেকে বন বিভাগের কর্মীরা এসে অত্যন্ত সাবধানতার সাথে সাপটিকে উদ্ধার করে। তারপর সেটিকে ছেড়ে দেওয়া হয় আদিনা ফরেস্টে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় সাপ ধরার পারদর্শী লোক সে রকম ভাবে নেই। সাথে সাপ ধরার জন্য যে ক্যাচার ব্যবহার করে সেটা কারোর কাছে নেই। তাই হঠাৎ করে লোকালয়ে কোনো বিষাক্ত সব দেখা গেলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এলাকাবাসী বন বিভাগের কাছে আবেদন জানিয়েছে যাতে সাপ ধরার ক্যাচারের ব্যবস্থা করা হয়। এর আগেও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আবাসনে দেখা গেছিল বিষাক্ত সাপ। অনেকে বলছেন, সাপ ধরার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিষাক্ত সাপ দেখা গেলেই বেশি বেশি আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে। নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।
তুলসীহাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিনোদ গুপ্তা বলেন, সন্ধ্যায় বিষাক্ত গোখরো সাপ দেখা যায়। থানা থেকে বনদপ্তরে খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মীরা এসেছে সাপটি উদ্ধার করে। কিন্তু এই সব এলাকায় কোন সাপ ধরার ক্যাচার নেই।
স্থানীয়দের মতে, পুলিশরা অতন্দ্র প্রহরী রূপে সকলের নিরাপত্তা দেয়। সেখানে তাদের সুরক্ষা না থাকলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রশাসনের উচিত সাপ ধরার পর্যাপ্ত ব্যবস্থা রাখা এলাকায়। তাহলে যে কোনো সময় বিষাক্ত সাপ দেখা গেলে তবে তা নিরাপদ ভাবে উদ্ধার করা যাবে।