করোনা সংক্রমনের রিপোর্ট লিড নিউজ

করোনা আক্রান্ত কবি জয় গোস্বামী, ভর্তি হাসপাতালে

কলকাতা: করোনা আক্রান্ত প্রখ্যাত কবি জয় গোস্বামী৷ ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে।চিকিৎসকেরা জানিয়েছেন আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি৷ জানা গিয়েছে কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ৬৬ বছরের কবি জয় গোস্বামী৷করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁর টেস্ট করানো হয়। রবিবার তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।এরপরেই বর্ষীয়ান কবিকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে৷

জয় গোস্বামীর স্ত্রী কাবেরী গোস্বামীও অসুস্থ। তাঁরও করোনার মৃদু উপসর্গ রয়েছে বলে জয়ের সঙ্গে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আজ কাবেরী দেবীর কোভিড পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে৷

সম্প্রতি করোনা সংক্রমণের কারণে জীবনাবসান হয় সাহিত্যিক শঙ্খ ঘোষের। রবিবার সন্ধেয় করোনা কেড়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জীবন। তিনিও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন৷