ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন বেড়ে ৩০ এপ্রিল করা হয়েছে কোনও কোনও রাজ্যে। তারপরও মঙ্গলবার ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১০টা নাগাদ তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে। গোটা দেশে লকডাউন আরও বাড়তে পারে বলে অনেকে মনে করছেন। কারণ করোনায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।
প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে টুইট করে জানানো হয়েছে, ১৪ এপ্রিল সকাল ১০টা নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগের ঘোষণা অনুযায়ী, লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ এপ্রিল। সেটাই বেড়ে যেতে পারে গোটা দেশের ক্ষেত্রে বলে মনে করা হচ্ছে। কারণ বেশিরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রীরা তেমনই প্রস্তাব দিয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই আর্জি জানানো হয়। ওড়িশা, পশ্চিমবঙ্গে ঘোষণা করে দেওয়া হয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত থাকবে লকডাউন। বাদ যায়নি তেলঙ্গানা, কর্নাটক, কেরলও। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও স্বীকার করেছেন যে, এখন লকডাউন তুলে নেওয়া সম্ভব নয়। ফলে মেয়াদ বাড়ার দিকেই যাচ্ছে লকডাউন পরিস্থিতি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।