১৭ মে লকডাউনের মেয়াদ শেষ হওয়ার পর আরও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। কিন্তু কোন জোনে কতটা ছাড় দেওয়া উচিত তা রাজ্যের উপর ছেড়ে দেওয়া হোক বলে সওয়াল করেন অধিকাংশ মুখ্যমন্ত্রী। তখন ১৫ মে’র মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তবে সূত্রের খবর, পূর্ব নির্ধারিত ওই বৈঠকের পরেই ১৭ মে’র পর আরও এক দফায় লকডাউন বাড়ানোর কথা ভাবছেন দেশের প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, রেড জোনের ক্ষেত্রে বিধিনিষেধ আরও কড়া হবে। জারি থাকবে রাতের কার্ফুও। মুখ্যমন্ত্রীদের বড় অংশই কিন্তু লকডাউন বাড়িয়ে যাওয়ার পক্ষেই সওয়াল করেন। প্রধানমন্ত্রী রাজ্যগুলির কাছে লকডাউন বিষয়ে পরামর্শ লিখিত আকারে চেয়েছেন। চতুর্থ লকডাউনে কিছু ছাড় দেওয়া হবে বলেও খবর। প্রধানমন্ত্রীর এই কথায় স্পষ্ট ১৭ মে পর আরও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার পক্ষপাতী কেন্দ্র।
প্রধানমন্ত্রী জানান, করোনা সংক্রমণ ঠেকানো এবং অর্থনীতিকে চাঙ্গা করা দুটো সমান্তরালভাবে চালাতে হবে। এখন দুটো চ্যালেঞ্জ— একধারে করোনা সংক্রমণ প্রতিরোধ করা অন্যদিকে জনজীবন আস্তে আস্তে স্বাভাবিকের দিকে নিয়ে আসা। সেই দিকেই আমাদের এগোতে হবে। সূত্রের খবর, চতুর্থ দফায় যদি দেশজুড়ে লকডাউন করতে হয় তাহলে সন্ধ্যে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কার্ফু কার্যকর থাকবে। এই অবস্থায় লকডাউন আর বাড়বে কি না তা নিয়েই সর্বত্র জোর চর্চা চলছে। তার মধ্যে লকডাউন বাড়ছে বলেই খবর।