আনলক ফোর চললেও করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। দেশের বেশ কিছু রাজ্যে সংক্রমণের হার মাত্রা ছাড়িয়েছে। ছত্তিশগড়ের রায়পুরে ইতিমধ্যে আগামী সাতদিন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটক, দিল্লি, তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে করোনা কমার পরিবর্তে বেড়ে চলেছে। তবে এখানে বাংলার নাম নেই। গোটা দেশে সামগ্রিকভাবে সংক্রমণের হার বাড়ছে। আর তাই আরও একবার সাতটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী সপ্তাহে এই বৈঠক হতে চলেছে বলে খবর।
সূত্রের খবর, আগামী ২৩ সেপ্টেম্বর এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশে গত কয়েকদিনে লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণের হার। নতুন করে আক্রান্তের হার ৯০ হাজারের বেশি। সারা দেশে এখন মোট ৫৪ লাখেরও বেশি মানুষ এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত। গত ১১ আগস্ট অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পাঞ্জাব, বিহার, গুজরাট, তেলঙ্গানা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। এখন দেখার এই বৈঠকে ফের লকডাউনের রাস্তায় হাঁটে কিনা সরকার।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২ হাজার ৬০৫ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। মারা গিয়েছেন ১১৩৩ জন। দেশে সাতটি রাজ্যে এখনও করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখী। আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আরও এক দফায় পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে রাজ্যগুলি লকডাউনের পক্ষে সওয়াল করবে বলে খবর। সেখানে তা মান্যতা দেওয়া হবে কিনা এখন সেটাই দেখার।
