দেশ লিড নিউজ

‘‌ভূমিপুত্রই হবেন বাংলার মুখ্যমন্ত্রী’‌

বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে? এই প্রশ্ন নিয়ে তুমুল জল্পনা চলছে রাজ্য–রাজনীতিতে। এবার প্রথম দফার ভোটের মুখে অধিকারী গড়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ‘‌সোনার বাংলার দায়িত্বে থাকবে এখানকার ভূমিপুত্রের উপরেই।’‌ কাঁথিতে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে মোদীর এই মন্তব্য নয়া জল্পনা উস্কে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তৃণমূলের বিরুদ্ধে সিন্ডিকেট রাজ, তোলাবাজির অভিযোগ তুলে মোদীর ঘোষণা, তৃণমূলের অপশাসন উপড়ে ফেলতে আপনারা যে বিজেপি সরকার গঠন করতে চলেছেন তার মুখ্যমন্ত্রী ভূমিপুত্রই হবেন।
কিছুদিন আগে মোদীর ব্রিগেড মঞ্চে সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদানের পর নয়া জল্পনা দানা বাঁধে। তাহলে মিঠুনই কি বাংলায় বিজেপির মুখ? মিঠুনের ভোটে লড়া নিয়েও চর্চা শুরু হয়। যদিও শেষ পর্যন্ত ভোটে দাঁড়াননি মিঠুন। গত সপ্তাহে খড়গপুরের সভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দরাজ প্রশংসা করেন মোদী। প্রধানমন্ত্রীর মুখে দিলীপের প্রশংসা এই জল্পনায় অন্য মাত্রা যোগ করে। এই প্রেক্ষাপটে কাঁথিতে শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে মোদী বলেন, ‘‌বাংলায় আপনারা সবাই যে বিজেপি সরকার তৈরি করতে যাচ্ছেন, সেখানে বাংলার দায়িত্ব থাকবে এখানকার ভূমিপুত্রের উপরেই।’‌
৩৫ বছর পর কোনও প্রধানমন্ত্রী কাঁথিতে পা রাখলেন। এদিন মোদী জানান, মেদিনীপুরে মনে হয় এমন কোনও গ্রাম নেই যেখানে স্বাধীনতা সেনানির জন্ম হয়নি। যে কোনও বিপ্লবে মেদিনীপুর এগিয়ে ছিল। তবে এবার যাঁরা প্রথমবার ভোট দেবেন তাদের জন্য এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা প্রতিটি কোণ থেকে এখন একটাই আওয়াজ আসছে, ২ মে দিদি যাচ্ছে ও রাজ্য আসল পরিবর্তন আসছে। উল্লেখ্য, কয়েকদিন আগে বাঁকুড়ায় ভোটপ্রচারে এসে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গডকরি বলেছিলেন, ‘‌২ মে পরিবর্তন হবে বাংলায়। পদ্মফুলেরই জয় হবে। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে। ৩ মে আমাদের নেতা নির্বাচিত হবেন। ৪ মে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবেন। কেউ আটকাতে পারবেন না।’‌
নানা সমালোচনার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী জানান, ভাজপা সরকার ব্লু ইকোনমির ওপরে জোর দেবে। ভাজপা সরকার হলে হলদিয়াকে দেশের একাধিক শিল্পের সঙ্গে জুড়ে দেবে। যে বাংলা গোটা দেশকে বন্দেমাতরম মন্ত্রে দীক্ষিত করেছে সেখানে দিদি আমাদের বলছে বহিরাগত। আমরা সবাই এই ভারতভূমির সন্তান। কোনও ভারতবাসী বহিরাগত নয়। এই ভূমি থেকেই গুরুদেব গুরুদেব পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা বলেছিলেন। বাংলায় বিজেপি সরকার আপনারা গড়তে চাইছেন তার মুখ্যমন্ত্রী এখানকার ভূমিপুত্রই হবেন।