আন্তর্জাতিক

ইমরান খানকে চিঠি নরেন্দ্র মোদীর

গত ফেব্রুয়ারি মাস থেকেই ভারত–পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি হতে শুরু করেছে। সেই সূত্র ধরেই এবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের সঙ্গে ভারত ভালো সম্পর্ক চায় বলেও উল্লেখ করেন তিনি। শুভেচ্ছা জানালেন পাকিস্তান দিবস উপলক্ষ্যে। একইসঙ্গে পড়শির সঙ্গে কীভাবে সুসম্পর্ক রাখা যায়, তার পাঠও দিলেন প্রধানমন্ত্রী।
২৩ মার্চ পাকিস্তানের জাতীয় দিবস। এই বিষয়ে শুভেচ্ছা জানিয়ে মোদী লিখেছেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে ভারত–পাকিস্তানের বাসিন্দাদের সঙ্গে ভালো সম্পর্ক চায়। তাই সন্ত্রাস ও বিরোধিতামুক্ত পরিবেশ প্রয়োজন।’ পাশাপাশি করোনাভাইরাসের মতো অতিমারীর মোকাবিলায় ইমরান খানকে উৎসাহ জুগিয়েছেন মোদী। তাহলে কি সম্পর্কের বরফ গলার ইঙ্গিত মিলছে? সূত্রের খবর, এটা রুটিন চিঠি। সম্প্রতি ইমরান কোভিডে আক্রান্ত হওয়ার পরে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছিলেন মোদী।
উল্লেখ্য, সম্প্রতি পাক সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার নরম স্বর এবং আলোচনার আহ্বান। এই দুটি বিষয় মিলে দু’দেশের আলোচনার টেবিলে বসার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। গত সপ্তাহে বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা বলেন, ‘‌পাকিস্তানের সঙ্গে ভালো প্রতিবেশী হতে চায় ভারত। দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে আলোচনাতেও আপত্তি নেই। সুস্থ পরিবেশে দ্বিপাক্ষিক সংলাপ হতে পারে। তবে তা নির্ভর করছে ইসলামাবাদের উপরে।’‌