দেশ ব্রেকিং নিউজ

মমতার আরোগ্য কামনা মোদীর

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় এতদিন পর মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুলিয়ার সভা থেকে মমতার আরোগ্য কামনা করে মোদী বলেন, ‘‌দিদি আঘাত পেয়েছেন। আমারও চিন্তা হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি, দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’‌ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কেন নীরব, তা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস। অবশেষে মুখ খুললেন মোদী।
গত ১০ মার্চ বুধবার নন্দীগ্রামে ভোটপ্রচারে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পায়ে চোট লাগে। তার পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর মুখ থেকে এই নিয়ে একটা শব্দও বেরোয়নি। অবশেষে পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে এসে মমতার চোট নিয়ে বললেন মোদী। পুরুলিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘‌লোকসভায় তৃণমূল হাফ, এবার পুরো সাফ। তৃণমূল মানে ট্রান্সফর্ম মাই কমিশন। ২ মে দিদি যাচ্ছে। আসল পরিবর্তন আসছে।’‌
উল্লেখ্য, মঙ্গলবার পশ্চিমবঙ্গ সফরে এসে মমতার আরোগ্য কামনা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। পায়ে চোট লাগার পর যেভাবে হুইলচেয়ারে মমতা ভোটপ্রচার করছেন তাতে সহানুভূতির ভোট তাঁর দিকে চলে যেতে পারে বলে মনে করছে বিজেপি। তাই দলের শীর্ষনেতৃত্ব ঠিক করেছে মোদী–অমিত শাহ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে কথা বলবেন না কেউ। খেলা হবে স্লোগানকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‌দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে, শিক্ষা হবে, উন্নয়ন হবে, হাসপাতাল হবে, স্কুল হবে। ১০ বছর ধরে খেলেছেন। এবার খেলা শেষ হবে। উন্নয়ন শুরু হবে।’‌