মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে যাচ্ছেন বলে খবর। এই নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে কথা চলছে। আগামী মার্চেই বাংলাদেশ যাচ্ছেন নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে দুই দেশের বিদেশসচিব পর্যায়ের বৈঠকে মোদীর ঢাকা সফরের বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছে কোভিড ভ্যাকসিন তাদের দেশকে দেওয়ার জন্য। ভারত–বাংলাদেশকে ২০ লক্ষ ডোজ কোভিড ভ্যাকসিন দিয়েছে। যা দিয়ে টিকাকরণ শুরু হয়েছে ঢাকায়।
ওই বৈঠকে কোভিড-১৯ মোকাবেলায় সহযোগিতা, বাণিজ্য, যোগাযোগ, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ, জ্বালানি ও জলসম্পদ, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয় আলোচনা হয়েছে। ভারতের কাছে তিস্তা চুক্তির অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বৈঠকে বাংলাদেশ–নেপাল–ভারতের মধ্যে মোটর ভেহিকেল এগ্রিমেন্ট বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশের সঙ্গে নেপাল–ভুটানের যোগাযোগের জন্যও অনুরোধ করা হয়।
আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। তাই ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও বাংলাদেশ–ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকা সফরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণ জানান। ইতিমধ্যে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন মোদী। করোনা পরবর্তী সময়ে এটাই হতে চলেছে মোদীর প্রথম বিদেশ সফর।