দেশ ব্রেকিং নিউজ

সেপ্টেম্বরে আমেরিকা সফরে মোদী

আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় এবার সশরীরে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সোমবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেছেন তিনি। স্বাধীনতার পরে এই প্রথমবার ভারতের কোনও প্রধানমন্ত্রী এই দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপুঞ্জের অনুষ্ঠানে যোগদানের মাধ্যমেই আবার মোদির বিদেশ সফর শুরুর সম্ভাবনা রয়েছে।
আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি রাষ্ট্রপুঞ্জের (৭৬ তম) সাধারণ সভায় যোগ দিতে আমেরিকা সফরে যেতে পারেন বলে জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। বাদল অধিবেশনের লোকসভায় ‘সাইন এ ডাই’ হয়ে যাওয়ার পরে অধ্যক্ষ ওম বিড়লার দফতরে প্রধানমন্ত্রী–সহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদীয় নেতা এবং সাংসদরা হাজির ছিলেন। সেখানেই তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, কবে থেকে তিনি আবার বিদেশ সফর শুরু করবেন। তাতেই মোদী বলেন, ‘‌এখনও করোনার ভয় রয়েছে বলেই তিনি বিদেশ সফর স্থগিত রেখেছেন। বিশ্বের করোনা পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলে সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দেব।’‌
বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানরা বিদেশ সফর শুরু করে দিয়েছেন, আপনিও করুন বলেও প্রধানমন্ত্রীকে রসিকতা করেছেন সৌগত। তাতে পাল্টা ‘আপনি খাওয়াতে মন দিন’ বলে মন্তব্য করেছেন মোদীও। পরে এই বিষয়ে সৌগত বলেন, ‘‌কবে বিদেশ যাবেন জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেছেন ‘এখনও করোনার ভয় রয়েছে। তবে সেপ্টেম্বরে ইউনাইটেড নেশনের প্রোগ্রামে যাওয়ার কথা ভেবেছি। তবে, বিশ্বের করোনা পরিস্থিতি দেখে নিয়েই সিদ্ধান্ত নেব। ’‌
২০১৯ সালের নভেম্বর মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিল সফরে গিয়েছিলেন। করোনার কারণে ২০২০ সালে বিদেশ সফর বন্ধ রেখেছিলেন মোদী। এবার মার্চ মাসে বাংলাদেশ সফর দিয়ে বিদেশ সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে ৬০টি বিদেশ সফর করেছেন মোদী। তারমধ্যে সবথেকে বেশিবার গিয়েছেন আমেরিকা, রাশিয়া এবং চিন সফরে। এখনও পর্যন্ত তিনবার করে এই তিনটি দেশে সফর করেছেন তিনি।