দেশ ব্রেকিং নিউজ

‘‌প্রধানমন্ত্রীর চোখে রঙিন চশমা’

দু’দিন ধরে উত্তরপ্রদেশের গঙ্গায় ভেসে বেড়াচ্ছে দেহ। এবার গাজিপুর এলাকার যমুনায় ভাসতে দেখা গেল বেশকিছু মৃতদেহ। করোনা সংক্রমণে মৃত্যু লুকোতেই হাসপাতালগুলি থেকে দেহ যমুনায় ভাসিয়ে দেওয়া হচ্ছে বলে স্থানীয়রা সন্দেহপ্রকাশ করছেন। প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।উত্তরপ্রদেশের এই পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধী।
সোমবার বিহারের বক্সারের গঙ্গায় দেহ ভাসতে দেখা যায়। যদিও বিহারের বক্সারের বাসিন্দাদের অভিযোগ, উত্তরপ্রদেশ থেকে এই দেহগুলি ভাসিয়ে দেওয়া হয়েছে। একই দৃশ্যেরই পুনরাবৃত্তি হল গাজিপুরে। গাজিপুর জেলার জেলাশাসক এমপি সিং জানান, আমরা খবর পেয়েছিলাম। আমাদের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। খোঁজখবর নেওয়া হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে।
উত্তরপ্রদেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা। বিরোধীদের অভিযোগ, এই পরিস্থিতি মোকাবিলায় কার্যত ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। মৃত্যুর সংখ্যা লুকোতে দেহ গঙ্গা, যমুনায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে তুলোধোনা করেছেন রাহুল গান্ধী। টুইটারে রাহুল লেখেন, ‘‌নদীতে একের পর এক মৃতদেহ ভেসে আসছে। হাসপাতালে মৃতদেহের স্তূপ। মানুষের বেঁচে থাকার অধিকার খর্ব করা হচ্ছে। প্রধানমন্ত্রী কিছুই দেখতে পাচ্ছেন না। তাঁর চোখে রঙিন রোদচশমা।’‌