দেশ ব্রেকিং নিউজ

বারাণসীতে মোদী বনাম দিদি?

দ্বিতীয় আসন থেকে লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়!‌ দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নরেন্দ্র মোদী এই কথাই বলেছিলেন। সেই খোঁচার রেশ এবার পৌঁছে গেল উত্তরপ্রদেশের বারাণসীতে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের দাবি, বারাণসী থেকে লড়াই করবেন তৃণমূল সুপ্রিমো। যে আসন থেকে গত দুই লোকসভা ভোটে জিতেছেন খোদ মোদী। তৃণমূলের সাফ দাবি, নন্দীগ্রামে জিতছেন দিদিই। আর তাই অন্য কোনও আসন থেকে লড়ার কোনও প্রশ্নই উঠছে না। একইসঙ্গে মোদীকে উদ্দেশ্য করে ২০২৪ লোকসভা ভোটে বারাণসীতে চ্যালেঞ্জ ছুঁড়েছে তৃণমূল।
বৃহস্পতিবার নন্দীগ্রাম–সহ রাজ্যের ৩০টি আসনে ভোটপর্বের মধ্যে জয়নগরে সভা করেন মোদী। সেখান থেকে নন্দীগ্রামের ভোট–ভাগ্যের আভাস ঘোষণা করে মোদী খোঁচা দেন, মমতা দ্বিতীয় কোনও আসন থেকে লড়বেন না তো? সেই সম্ভাবনা পত্রপাঠ খারিজ করে দেয় তৃণমূল। ঘাসফুল শিবিরের তরফে বলা হয়, ‘নন্দীগ্রামে জিতছেন দিদি (মমতা)। আরও একটি আসন থেকে লড়াইয়ের প্রশ্নই ওঠে না। নরেন্দ্র মোদীজি, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা থেকে বিরত থাকুন।’‌
এরপরই মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে বলা হয়, আপনি বরং ২০২৪ সালের জন্য একটা নিরাপদ আসন বেছে রাখুন। কারণ বারাণসীতে আপনাকে চ্যালেঞ্জ করা হবে। তৃণমূলের তরফে এই টুইট করতেই তা ভাইরাল হয়ে যায়। ২০২৪ লোকসভা ভোটে বারাণসীতে মোদী বনাম দিদি কল্পনা করে টুইট যুদ্ধে মজেছেন নেটিজেনরা। কীভাবে মোদীকে ‘চ্যালেঞ্জ’ ছোড়া হবে, বারাণসী থেকে তৃণমূল দাঁড়াবে নাকি অন্য কোনও দলের হেভিওয়েট প্রার্থীকে সমর্থন করবে ঘাসফুল শিবির, তা স্পষ্ট করা হয়নি। মহুয়া দাবি করেন, সত্যিই, মমতা দ্বিতীয় আসন থেকে লড়বেন। আর সেই আসনের নাম বারাণসী। টুইটারে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেন, ‘দ্বিতীয় আসন থেকে লড়াই? মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদী। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি (মমতা) লড়বেন। আর সেই আসনটি হবে বারাণসী। তাই নিজের বর্ম পরে নিন।’‌
উল্লেখ্য, বৃহস্পতিবার উলুবেড়িয়ার সভা থেকে মমতাকে নিশানা করে মোদী বলেন, ‘‌নন্দীগ্রাম হারের ইঙ্গিত দিচ্ছে। শেষ দফার মনোনয়ন দাখিল এখনও বাকি। অন্য কোনও আসন থেকেও মনোনয়ন পত্র দাখিল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন জল্পনা রয়েছে। আপনিই বলুন দিদি, এই জল্পনা সত্যি কিনা।’‌