দেশ ব্রেকিং নিউজ

করোনা বৈঠকে উদ্বেগে মোদী

করোনার দ্বিতীয় ঢেউ এভাবে ছড়িয়ে পড়লে রোখা মুশকিল। মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভাষাতেই উদ্বেগ প্রকাশ করলেন। অবিলম্বে সংক্রমণ নিয়ন্ত্রণে উদ্যোগী না হলে আট রাজ্যের সীমানা ছাড়িয়ে গোটা দেশে ফের ছড়িয়ে পড়বে মহামারী। করোনাকে রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের কোমর বেঁধে নামার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ছিল প্রধানমন্ত্রীর। বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে থাকায় তিনি উপস্থিত ছিলেন না বৈঠকে। জনতাকে সঠিক পথে চালিত করে করোনার দ্বিতীয় ঢেউ আটকানোর জন্য পদক্ষেপ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।
সংক্রমণ রুখতে মাইক্রোকনন্টেইনমেন্ট জোন, দূরত্ববিধি, প্রয়োজনীয় কোভিড বিধি জারি–সহ একগুচ্ছ নির্দেশিকার কথা আলোচনা হল ভার্চুয়াল করোনা বৈঠকে। একইসঙ্গে দেশের এই পরিস্থিতিতে করোনা টিকা ডোজ নষ্ট হওয়া নিয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‌প্রতিটি রাজ্যের মানুষকে বোঝাতে হবে। করোনার লড়াইয়ে আমরা যেখানে পৌঁছেছি। আর তাতে যে আত্মবিশ্বাস জোগাড় করেছি। তার যেন অপব্যবহার না করা হয়। সমস্যা ঠিক কোথায় হচ্ছে? তা খুঁজে বের করে সমাধান করতে হবে। সমস্যা থেকে জনতাকে মুক্ত করতে হবে।’‌
এক বছর আগের মহামারীর স্মৃতি ফিরিয়ে আনছে কোভিড সংক্রমণের বাড়ন্ত সংখ্যা। এদিন বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘‌গত একবছর ধরে ভাইরাসের সঙ্গে যুদ্ধে যে আত্মবিশ্বাস আমরা অর্জন করেছি তা কোনওভাবেই যেন আমাদের ধ্বংসের কারণ না হয়। গত এক বছরে আমাদের সাফল্যে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন করোনার মত ভয়ঙ্কর শত্রুকে অবহেলার কারণ না হয়ে ওঠে।’‌ প্রায় ৮৬ দিন পর আবার বাড়ছে করোনা। প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ।
এদিন বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানান, কেন করোনা টেস্ট কম হচ্ছে, কেন পর্যাপ্ত টিকাকরণের লক্ষ্যে পৌঁছনো সম্ভব হচ্ছে না। সেদিকে নজর দিন। কোভিড টেস্টের সংখ্যা বাড়াতে হবে। টিয়ার ২ ও টিয়ার ৩ শহরে সংক্রমণের হারের দিকে নজর দিতে হবে। ২০২০ সালে পরিবহণ বন্ধ করে দেওয়ার কারণে রক্ষা পেয়েছিল গ্রামগুলি। কিন্তু এখন পরিবহণ চালু রয়েছে। সেক্ষেত্রে শহরতলি ও গ্রামগুলিতে করোনা পরীক্ষা ও টিকাকরণে জোর দিতে হবে। মনে রাখবেন টিয়ার ৩ করোনা দাপট দেখাতে শুরু করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে।